ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না!

রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ

প্রকাশিত: ১৯:৪০, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫১, ১৬ এপ্রিল ২০২৫

নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না!

নওগাঁ সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালায় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এই অভিযান পরিচালনা করেন।

দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সেবা গ্রহীতারা। সেইসঙ্গে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা। নওগাঁর ধামুইরহাট উপজেলা থেকে দলিল রেজিস্ট্রি করতে আসা আব্দুস সালাম বলেন, এই অফিসগুলোতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। টাকা দিলে কাজ হয়, না হলে ওইভাবে থেকে যায়। দুদক যদি এমন অভিযান সপ্তাহে একবার করে পরিচালনা করে তাহলে আমরা সবাই উপকৃত হবো।

নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার বাসিন্দা আইয়ুব হোসেন বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের যে মূল্য নির্ধারণ করা থাকে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। খরচ অনুযায়ী টাকার ভাউচারও সঠিকভাবে পাওয়া যায় না। তাই অফিসগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।

অভিযানের বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা বলেন, সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখকদের যোগসাজশে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমন কয়েকটি অভিযোগের প্রেক্ষিতেই এই অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে কমিশনার বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।

এ বিষয়ে নওগাঁ সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, দুদক কিছু অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছুই দেখাতে পারেন নাই। সুনির্দিষ্টভাবে কোনো কিছু দেখাতে পারলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

 

রাজু

আরো পড়ুন  

×