ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অর্থ সংকটে কোন শিক্ষার্থী শিক্ষা জীবন ব্যাহত হবে না 

বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান: পৃথক ২ স্থানে 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৯:৩৮, ১৬ এপ্রিল ২০২৫

বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান: পৃথক ২ স্থানে 

বাগেরহাট জেলার ২০২৪ সালের এস এস সি, এইচ এস সি, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্টিত এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ফকরুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গনসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩২৩ জন শিক্ষার্থীকে মোট ১৭ লাখ ৭০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনের মেধা সম্পন্ন মানবিক উন্নত বাংলাদেশ গড়তে মেধাবীদের সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে। অর্থ সংকটে কোন শিক্ষার্থী শিক্ষা জীবন ব্যাহত হবে না, এ ব্যাপারে আমরা সর্বদা সজাগ রয়েছি। তিনি সকল শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখাপড়া করার আহব্বান জানান।

সভাপতির সমাপতি বক্তব্যে ভাস্কর দেবনাথ বাপ্পী বলেন বিজ্ঞানমনষ্ক মর্যাদা সম্পন্ন উন্নত দেশ গড়তে মেধার সঠিক বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ।  তাই দারিদ্রতার বিরুদ্ধে, মেধা বিকাশে জেলা পরিষদের সকল প্রকার মানবিক সহযোগীতা সব সময় অব্যাহত থাকবে। অপরদিকে, বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ৮ জন কৃতি শিক্ষার্থীকে সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এদিন (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক গীতা রানী রানার পিতা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ রানা ও মাতা খুকু রানী রানার স্বরণে প্রতিবছরের ন্যায় এ বছরও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। একই সাথে এলাকার প্রবীণ ব্যক্তিদের মাঝে পবিত্র গ্রন্থ ও বস্ত্র প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিদাস মধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিরেশ্বর মধু, চিত্ত রঞ্জন বিশ্বাস, অমল বিশ্বাস, সমাজ সেবক তিমির কান্তি রায়, সাবেক রেল কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার মন্ডল, চরডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস প্রমুখ। 

স্মৃতিচারণ শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজু

আরো পড়ুন  

×