ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে লাঠি খেলা উপভোগ করল হাজারো মানুষ

শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী

প্রকাশিত: ১৯:৩৬, ১৬ এপ্রিল ২০২৫

রাজবাড়ীতে লাঠি খেলা উপভোগ করল হাজারো মানুষ

ছবি: জনকণ্ঠ

বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবে যুক্ত হলো এক টুকরো ঐতিহ্যের ছোঁয়া—লাঠি খেলা। রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ খুশি রেলওয়ে ময়দান বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় মুখরিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগিতায়। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে, ডা. কামরুল হাসান লালী ও ডা. রেহেনা ফাউন্ডেশন এবং রাজবাড়ী প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এই খেলায় হাজারো মানুষের ঢল নামে।

লাঠি খেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। খেলায় তিনটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া লাঠিয়ালরা নিপুণ কৌশলে উপস্থাপন করেন তাঁদের রণকলা। কখনো আক্রমণ, কখনো প্রতিরোধ—চোখ ধাঁধানো ভঙ্গিমায় তাঁরা উপস্থাপন করেন এক মনোমুগ্ধকর লাঠি খেলার প্রদর্শনী। কিশোর, যুবক ও প্রৌঢ়দের অংশগ্রহণে মাঠ রূপ নেয় উৎসবমুখর মহড়া মঞ্চে।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, “এই লাঠি খেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক। তরুণ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু প্রমুখ।

লাঠি খেলা দেখতে রাজবাড়ীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজার হাজার নারী-পুরুষ। উৎসুক জনতার করতালিতে মুখরিত হয় পুরো মাঠ। অনেক দর্শক জানান, আজকের এই আয়োজন তাঁদের শৈশবের স্মৃতি ফিরিয়ে এনেছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের এমন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ আয়োজন যেন প্রতিবছরই অনুষ্ঠিত হয়।

শহীদ

আরো পড়ুন  

×