ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় স্লুইসগেট মেরামত ও নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:২১, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৩, ১৬ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় স্লুইসগেট মেরামত ও নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

ছবি: জনকণ্ঠ


 

 

পটুয়াখালীর কলাপাড়ায় লোনা পানি থেকে ফসল রক্ষায় স্লুইসগেট নির্মাণ, সংস্কার ও দখলমুক্ত করা এবং আসন্ন বোরোধান কৃষকদের কাছ থেকে লাভজনক দামে ক্রয়ের দাবিতে কৃষকরা অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছেন।

বুধবার, ১৬ এপ্রিল বেলা ১১ টার দিকে কলাপাড়া  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করে । 

এসময় বক্তব্য রাখেন, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন, ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.শহীদুল ইসলাম, নীলগঞ্জ ইউনিয়নের সদস্য মো.আলতাফ হোসেন গাজী, কৃষক আবুল কালাম আজাদ প্রমুখ। 


বক্তারা বলেন,গত আট বছর যাবত কৃষকরা উপজেলার সকল খালের স্লুইসগেট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসলেও পানি উন্নয়ন বোর্ড তাতে কোন ভ্রুক্ষেপ করছে না। বরাদ্দ নেই বলে তারা নানা টালবাহানা করছে। তাই বর্ষা মৌসুমের আগে স্লুইসগেটের মেরামত করার জোর দাবি জানান l


পরে কৃষকরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। 


 

আবুবকর

আরো পড়ুন  

×