ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মজিবুর

সংবাদদাতা, নাঙ্গলকোট, কুমিল্লা

প্রকাশিত: ১৯:১৪, ১৬ এপ্রিল ২০২৫

নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মজিবুর

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার নাঙ্গলকোটের গর্বিত সন্তান, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক এবং দৈনিক শিরোনামের প্রতিনিধি, শিক্ষানুরাগী মজিবুর রহমান মোল্লা ঐতিহ্যবাহী বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক রীতা রানী স্বাক্ষরিত এক পরিপত্রে দক্ষিণাঞ্চলের এই অভিজ্ঞ সাংবাদিককে বিদ্যালয়টির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

সাংবাদিক মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মোল্লাবাড়ীর আলহাজ্‌ জয়নাল আবেদীন মোল্লা ও আলহাজ্‌ মাসুদা বেগমের বড় সন্তান। এলাকায় তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, বিনয়ী ও সমাজসেবক হিসেবে সুপরিচিত।

সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার প্রাণের প্রিয় বিদ্যালয়ের মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।’

তিনি বক্সগঞ্জ ইউনিয়নবাসীসহ বিদ্যালয় সংলগ্ন সকল এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানান এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের উন্নয়নে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

শহীদ

আরো পড়ুন  

×