
ছবি: জনকণ্ঠ
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এই কার্যালয়ে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ ছিল।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সাবরেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপসহকারী পরিচালক কামরুল হাসানের নেতৃত্বে একটি দল।
অভিযানকালে কার্যালয়টিতে সিটিজেন চার্টার না থাকাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে পাঠানো হবে বলে জানান দুদক কর্মকর্তা।
দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপসহকারী পরিচালক কামরুল হাসান বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় চরভদ্রাসন উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালানো হয়। অভিযানকালে সিটিজেন চার্টার পাওয়া যায়নি। এছাড়া অনিয়মের কিছু রেকর্ড জব্দ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শহীদ