ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান  কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৮:৫০, ১৬ এপ্রিল ২০২৫

আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান  কার্যক্রম শুরু

ছবি: জনকন্ঠ

বুধবার  রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকায় মাল্টিক্রাফট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইকুয়েলিএবল ও বিদেশ ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে দশজন জুলাই যোদ্ধাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আন্দোলনে আহতদের শারীরিক সক্ষমতা বিবেচনায় তাদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন, ফিজিওথেরাপি চিকিৎসা, থাকা খাওয়ার পাশাপাশি ও প্রশিক্ষণ পরবর্তী তাদের কর্মসংস্থান  পেতে সহায়তা প্রদান করা হবে বলে জানান আয়োজকরা। 

 

ইকুয়েলিএবল ও বিদেশ ফাউন্ডেশন ইউএসএ এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করছে  এসোসিয়েশন ফর  ইকনোমিকেল এডভান্সমেন্ট অব বাংলাদেশ, মাল্টিক্রাফট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন। 

 

প্রথম দিনেই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহন করেছেন বাম পা হারানো পাবনার মিরাজুল ইসলাম, নেত্রকোনার পা হারানো  আকাশ মিয়া, কিশোরগঞ্জের পা হারানো জুনায়েদ আহমেদ, পায়ে গুলিবিদ্ধ টাঙ্গাইলের মানিক মিয়া, ডান হাতে গ্রেনেডে আক্রান্ত সিলেটের জুবেল মিয়া, পায়ে গুলিবিদ্ধ জটিল হাড় ভাঙ্গায় আক্রান্ত ও পা কয়েক সে.মি. ছোট হয়ে যাওয়া মাদারিপুরের নেসার উদ্দিন,  পায়ে গুলিবিদ্ধ হাড় ভাঙ্গায় আক্রান্ত ও পা কয়েক সে.মি. ছোট হয়ে যাওয়া বরিশালের আবির হোসেন, শরিরে শত রাবার বুলেটে আক্রান্ত মহাখালির রানা মিয়া,  বাম পায়ে মারাত্নক গুলিবিদ্ধ   ও পা কয়েক সে. মি. ছোট হয়ে যাওয়া  উত্তরার আশরাফউদ্দিন ইমন, শরিরে শত রাবার বুলেট ও গান শটে আক্রান্ত বরিশালের হানিফ মিয়া।  

 

অনুষ্ঠানে বক্তারা ইকয়েলিএবল ও বিদেশ ফাউন্ডেশন ইউএসএ কে ধন্যবাদ  জানিয়ে অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান।  আহতদের মধ্যে নেসার উদ্দিন, তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে এরকম একটি জরুরি সহযোগিতা করার জন্য সংগঠনগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিদেশ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি  শাহুদ আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে দশ জনকে নিয়ে শুরু পাইলট প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পরবর্তী আরও প্রকল্প হাতে নেওয়ার প্রচেষ্টা গ্রহণ করার সুযোগ তৈরি হবে।’

 

 জুলাই যোদ্ধাদের জন্য স্কিল প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মত গুরুত্বপূর্ণ  উদ্যোগ গ্রহণ করার জন্য সংগঠনগুলোকে ধন্যবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, এস এম সাইফ মুস্তাফি্‌  সরকারকেও এই ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। 

 

অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন আসিয়াব প্রতিনিধি রিয়াজুল ইসলাম, সন্তান ও অভিভাবক ফোরামের কেন্দ্রীয় সন্বয়ক ডা. শাকিল আরিফ চৌধুরি, বিপিএ মহাসচিব ডা. ফরিদ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ডা. ইশরাত জাহান, প্রকল্প সমন্বায়ক ডাঃ দলিলুর রহমান, মাল্টিক্রাফট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল আব্দুল মান্নান, জেনারেল ম্যানেজার (ট্রেনিং) সিদ্দিকুর রহমান  প্রমুখ। 

 

সুরাইয়া

আরো পড়ুন  

×