
ছবি: দৈনিক জনকণ্ঠ
চুয়াডাঙ্গায় সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠন ও মোটর সাইকেল হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বুধবার দুপুরে জানান, থানায় পাওয়া অভিযোগ, সাধারণ ডাইরি ও ঘটনার পর দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছানো এবং আইনি সেবা দেয়ার জন্য এদিন বেলা ১১টায় তিনি জেলার পাঁচটি থানায় কুইক রেসপন্স টিমের সদস্যদের নিকট মোটরসাইকেল হস্তান্তর করা হয়।
তিনি বলেন,থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, যানবাহনে, চলাচলের পথে, ঘরে নির্যাতন-হয়রানির শিকার নারী ও শিশুদেরকে দ্রুততম সময়ে উদ্ধার এবং আইনি সহায়তা দেবে এই কুইক রেসপন্স টিম। প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন নির্দিষ্ট ছকে পুলিশ সুপার বরাবর দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটি ঘটনার কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।
রাজীব হাসান কচি / ফারুক