ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সেতু অবরোধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৮:২৭, ১৬ এপ্রিল ২০২৫

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সেতু অবরোধ

ছয় দফা দাবিতে ৪ ঘন্টা পলি টেকনিক্যাল শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু অবরোধ করে রাখে। ছবি: জনকণ্ঠ

ছয় দফা দাবিতে বিকেল ৪টা পর্যন্ত ৪ ঘণ্টা পলিটেকনিক শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ-ঢাকা সড়কের মুক্তারপুর সেতু অবরোধ করে রাখে। মুন্সীগঞ্জের অন্যতম প্রবেশ পথ মুক্তারপুর সেতু ৪ ঘণ্টা অবরোধ করে রাখায় ওই পথের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, বুধবার সকাল ৯টা থেকেই মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দলবদ্ধ হতে শুরু করে। পরে মিছিল করে বেলা পৌনে ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী মুক্তারপুর সেতুতে জড়ো হয়। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তারা সেতুতে বসে পড়ে এবং সেখানে অবস্থান নেয়। এতে সেতুটি পুরোপুরি অচল হয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সেখানে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের লোকজন অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেও তা কার্যকর হয়নি। পরে মুষলধারে বৃষ্টি হলে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীদের ছয় দফা দাবির মধ্যে অন্যতম ছিল— জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করা, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।

এম.কে.

আরো পড়ুন  

×