ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের ওপর বিএসএফের হামলা

মিজানুর রহমান, সাতক্ষীরা

প্রকাশিত: ১৮:২১, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩৫, ১৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের ওপর বিএসএফের হামলা

ছবি: সংগৃহীত।

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী কালিন্দি নদীর উলোখালীর চর এলাকায় বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের মারধর করে দু’টি নৌকা ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার এসব জেলেরা বুধবার দুপুরে লোকালয়ে ফিরে এসে এই নির্যাতনের খবর জানান। হামলার শিকার জেলেরা জানান, তারা বৈধ পাস নিয়ে সেখানে মাছ ধরছিলেন।

ভুক্তভোগী শাহাদাৎ হোসেন জানান, তারা পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে তিনটি নৌকায় ১২ জন জেলে চার দিন আগে মাছ ধরতে যান। মঙ্গলবার রাতে হঠাৎ দু’টি স্পিডবোটে বিএসএফ সদস্যরা এসে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় জেলেরা প্রাণ রক্ষায় বনের দিকে পালিয়ে যান। তারা জানান, জাল ফেলে গেলেও বিএসএফ সদস্যরা দুটি নৌকা নিয়ে চলে যায়। জেলেরা জানান, প্রাণ রক্ষায় তারা সুন্দরবনের ভেতর দিয়ে হেঁটে লোকালয়ের দিকে ফিরেছেন।

হামলার শিকার অন্য জেলেরা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালী গ্রামের রমজান, শাহাজান, শাহাদাৎ, আতাউর, আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু বলেন, হামলার শিকার জেলেদের মধ্যে ছয়জন তার এলাকার বাসিন্দা। বিএসএফ সদস্যরা জেলেদের তাড়িয়ে দেওয়ায় তারা হেঁটে ফিরে আসছেন।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, এখনো কেউ বিষয়টি তাদের জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাদের জানিয়েছে। যেহেতু ঘটনাস্থল বয়ারসিং এলাকায়, তাই অভিযোগ জানাতে ভুক্তভোগীদের সেখানকার বিজিবি (রিভারাইন) ক্যাম্পে পাঠানো হবে।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×