
ছবিঃ সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে দুর্নীতি প্রতিরোধ জনসচেতনতামূলক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের অংশ গ্রহণে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক এ সভার আয়োজন করেন।
উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অভিনয়ে অংশ গ্রহন করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল জব্বার উল্লাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। তিনি বলেন দুর্নীতি প্রতিরোধ করতে হলে আমাদের পরিবারের মধ্য থেকে দুর্নীতি প্রতিরোধের চর্চা করতে হবে। এটা বাস্তবায়ন করতে হলে প্রথমেই মা-বাবার মাধ্যমে শিশুকে শিক্ষা দিতে হবে। দুর্নীতির বিষয়ে ছোট ছোট শিশুরা বুঝবেনা। তাদের বুঝাতে হবে কোনটা ভাল ও কোনটা খারাপ অথবা তাদের হাতে যদি পচা দুর্গন্ধযুক্ত কিছু হাতে লেগে যায়, তখন আমরা যে ভাবে তাদের বুঝায়, ঠিক সেই ভাবে বাচ্চাদের বুঝাতে হবে, তাহলেই তারা বুঝতে পারবে কোনটা খারাপ আর কোনটা ভাল নির্ণয় করতে পারবে। এবং তারা বড় হলে দুর্নীতির বিষয়টিও বুঝতে পারবে।
তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষকদের ভুমিকাও কম নয়। উপজেলার ১২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই সততা স্টোর স্থাপনের কারণ কি এটা যদি শিক্ষকরা শিশুদেরও বুঝাতে পারে তা হলে কোন শিশু তার পরবর্তী জীবনে নিজেকে দুর্নীতি মুক্ত রেখে দেশের জন্য ভাল কিছু করতে পারবে। মূল কথা হচ্ছে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে এবং দেশের উন্নতি করা সম্ভব হবে।
এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন গাজীপুর জেলা সহকারি দুর্নীতি দমন কমিশনার মোঃ মশিউর রহমান,কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেনসহ অন্যান্যরা।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইমরান