ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভোলায় ’মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে হাজারো মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৮:১০, ১৬ এপ্রিল ২০২৫

ভোলায় ’মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে হাজারো মানুষের ঢল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভোলায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি। বুধবার সকাল ১১টায় হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচিতে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ জমায়েত হন। সমাবেশে ভোলার ২৫টি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবদুর রহমান খান তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভোলা জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, বেফাক, জমিয়াতুল মোদাররেছীন, জাতীয় ইমাম সমিতি, কওমি ছাত্র ঐক্য পরিষদসহ বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গাজায় ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা, বোমা বর্ষণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারে হাজারো নিরীহ নারী, শিশু ও পুরুষ নিহত হয়েছে। ফিলিস্তিনে চলছে গণহত্যা। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও ধর্মীয় উপাসনালয়। এটি একটি মানবিক ও নৈতিক বিপর্যয়।”

তারা আরও বলেন, “এই হত্যাযজ্ঞের পেছনে আছে ফিলিস্তিনকে পুরোপুরি দখল করে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দখলের গভীর ষড়যন্ত্র। এই বর্বরতার বিরুদ্ধে আজ বিশ্ব মুসলিম জনতা ফুঁসে উঠেছে।”

সমাবেশ থেকে বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের সরকারপ্রধানের কাছে দাবি জানানো হয়—ইসরাইলি পণ্যের সরকারি ও বেসরকারিভাবে বর্জনের ঘোষণা দেওয়া হোক।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কালিনাথ রায় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী হাজারো মানুষের কণ্ঠে গর্জে উঠে ইসরাইলবিরোধী নানা স্লোগান।

এসএফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  

×