ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শোকস্তব্ধ পরিবার, ঝিকরগাছায় পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস 

প্রকাশিত: ১৮:০৯, ১৬ এপ্রিল ২০২৫

শোকস্তব্ধ পরিবার, ঝিকরগাছায় পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

ছবি: জনকণ্ঠ

যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন। আজ বুধবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (৩) এবং তার চাচাতো ভাই জহির উদ্দিনের মেয়ে মেহেরিন (৩)।

নিহত শাফিনের পিতা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সর্বশেষ সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এ সময় ডুবন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

তিনি আরও জানান, নিষ্পাপ দুটি শিশুর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, "ঘটনাটি শুনেছি, মর্মান্তিক ঘটনা। পারিবারিকভাবে শিশু দুটির মরদেহ দাফন করা হয়েছে।"

শহীদ

আরো পড়ুন  

×