ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নাটোরে নিহত কন্যাশিশুর পরিবারের পাশে তারেক রহমান

কালিদাস রায়, নাটোর

প্রকাশিত: ১৫:১১, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:১৩, ১৬ এপ্রিল ২০২৫

নাটোরে নিহত কন্যাশিশুর পরিবারের পাশে তারেক রহমান

ছবি: জনকণ্ঠ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্মমভাবে হত্যার শিকার কন্যাশিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত শিশুর পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতারা এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিনুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বদা সচেষ্ট থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের সাত বছর বয়সী শিশু জুঁই সোমবার নিখোঁজ হয়। পরদিন মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয় পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে। নিহত জুঁই মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
 

সায়মা ইসলাম

×