
ছবি : সংগৃহীত
মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে পহেলা বৈশাখের মোটিফ নির্মাতা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনাটি সন্দেহভাজন দুর্বৃত্তদের কাজ বলে মনে করা হচ্ছে।
গত ঢাকার বর্ষবরণ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদলে একটি বিতর্কিত মোটিফ (‘ফ্যাসিস্ট হাসিনা’) প্রদর্শিত হয়। ধারণা করা হচ্ছে, মোটিফ তৈরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মানবেন্দ্র ঘোষকে লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে। তবে তিনি জানান, তিনি কেবল শোভাযাত্রার বাঘের মোটিফটি তৈরি করেছিলেন, বিতর্কিত মোটিফটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এই ঘটনায় মানবেন্দ্র ঘোষ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং দ্রুত রহস্য উন্মোচন করা হবে।
আঁখি