ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

গ্রাম আদালত আরো কার্যকর করতে পারলে মানুষের মনে শান্তি ফিরে আসবে: জুয়েল রানা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ।।

প্রকাশিত: ২৩:৫০, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৫১, ১৫ এপ্রিল ২০২৫

গ্রাম আদালত আরো কার্যকর করতে পারলে মানুষের মনে শান্তি ফিরে আসবে: জুয়েল রানা

স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালীর উপপরিচালক, সরকারের উপসচিব জুয়েল রানা বলেছেন, ‘গ্রাম আদালতকে আরো কার্যকর করতে পারলে গ্রামীণ মানুষের মনে শান্তি ফিরে আসবে। সালিশ ব্যবস্থার মূলত আইনগত ভিত্তি নেই।’

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে জুয়েল রানা এ কথা বলেছেন। তিনি এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সভায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম সভাপতিত্ব করেন। পটুয়াখালী জেলা প্রশাসন এ সমন্বয় সভার আয়োজন করে। 

পাওয়ার পয়েন্টে বিষয় ভিত্তিক উপস্থাপন করেন, ডিসট্রিক্ট ম্যানেজার রফিকুল বারী। সভায় মুক্ত আলোচনায় আলোচকরা গ্রাম আদালতকে আরো শক্তিশালী করার পরামর্শ দেন।  সভায় জানানো হয় কলাপাড়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কলাপাড়ার ১২ টি ইউনিয়নের গ্রাম আদালতে ৪৯৪ টি মামলা দায়ের হয়। এর মধ্যে সরাসরি ৪৮৪ টি দায়ের হয়।  ১০ টি উচ্চ আদালত থেকে পাঠানো হয়েছে।  এর মধ্যে ৪৯০ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।  এসব মামলা থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে এক কোটি ১৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
 

সজিব

×