ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

৪৬তম লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা

প্রকাশিত: ২৩:৪৫, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৪৬, ১৫ এপ্রিল ২০২৫

৪৬তম লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা

ছবি: সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা করেন একদল চাকরিপ্রার্থী। তবে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাঁদের আটকে দেয়।

বিক্ষোভকারীরা জানান, দুপুর ১২টা থেকে তাঁরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরের পর আন্দোলনকারীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল পিএসসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেও কোনো আশাব্যঞ্জক সমাধান না পেয়ে তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সন্ধ্যা ৭টা পর্যন্ত পিএসসি কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করার পর তাঁরা স্মারকলিপি নিয়ে পদযাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে।

তবে পুলিশি বাধায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই থেমে যেতে হয় তাঁদের। সেখানে অবস্থান নিয়ে এক বিক্ষোভকারী জানান, তাঁদের সঙ্গে থাকা স্মারকলিপি পুলিশ কর্মকর্তারা গ্রহণ করেছেন এবং সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এছাড়া আগামীকাল বুধবার সকাল ১১টায় তাঁদের একটি প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয়েছে বলেও জানানো হয়। এই প্রেক্ষাপটে রাত ৯টা ২০ মিনিটের দিকে তাঁরা সড়ক ত্যাগ করেন।      

আসিফ

×