ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন

রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ

প্রকাশিত: ২৩:৩৩, ১৫ এপ্রিল ২০২৫

নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন

নওগাঁ শহরে সোনার পট্টি এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়ছে শহরবাসী। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত ৯ টার দিকে শহরের সোনার পট্টির একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের ঘটনায় শহর জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ।

নওগাঁ বাসুজের সাবেক সাধারণ সম্পাদক গোমাল মোস্তফা  বলেন, ক্ষয়ক্ষতি শুধু বৈদ্যুতিক তার গুলো পুড়ে গেছে এছাড়া বড় কোন ক্ষতি হয় নাই। তবে মার্কেটে বিদ্যুৎ সংযোগ আসতে সময় লাগতে পারে।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: জাকির হোসেন  বলেন, আগুনের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণে সেখানকার তার পুড়ে গেছে।
 

রাজু

×