ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গাজীপুরে শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ: ২৪ লাখ টাকার অনুদান

স্টাফ রিপোর্টার, গাজীপুর॥

প্রকাশিত: ২১:২৩, ১৫ এপ্রিল ২০২৫

গাজীপুরে শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ: ২৪ লাখ টাকার অনুদান

গত জুলাই-আগস্টে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী গাজীপুর জেলার ১২ জন শহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ।

মঙ্গলবার ওই শহিদদের স্মরণে ও তাদের প্রতি জাতির কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে শহিদ পরিবারগুলোকে গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের প্রতিনিধিদের হাতে এক লাখ টাকা করে মোট ১২ লাখ টাকার চেক তুলে দেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এসময় তিনি শহিদদের পিতা-মাতা, স্ত্রী-সন্তান ও স্বজনদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন এবং তাদের প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে নিরন্তর সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, এই বীর সন্তানদের আত্মত্যাগ ছিল দেশের জন্য একটি নতুন ভোরের প্রত্যাশায়। তাদের রক্তের ঋণ কখনও শোধ হওয়ার নয়। তবে আমরা তাদের পরিবারের পাশে থাকব, এটাই আমাদের ন্যূনতম কর্তব্য।

তিনি বলেন, এর আগেও গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে একই পরিবারগুলোকে আরও এক দফায় এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফলে এ নিয়ে এ পর্যন্ত ওই পরিবারগুলোকে সর্বমোট ২৪ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। এই অনুদান শুধু অর্থনৈতিক নয়, এটি এক নীরব শপথ যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের পরিবার কোনোদিন অবহেলিত থাকবে না। শহিদদের স্মৃতি চিরজাগরুক রাখার অঙ্গিকারই আজকের এই আয়োজনের মূল তাৎপর্য। শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান শুধু সহানুভূতি প্রকাশ নয়, বরং জাতির পক্ষ থেকে এক গভীর শ্রদ্ধাঞ্জলি।

অনুষ্ঠানে শহিদদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

সজিব

×