
ছবি: জনকণ্ঠ
চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছে জেলার ট্রাফিক বিভাগ।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ৩টায় এক বার্তায় জানান, তারই দিকনির্দেশনায় পথচারীদের জনদুর্ভোগ লাঘবে বেলা সাড়ে ১১টায় স্থানীয় শহীদ হাসান চত্বর পুলিশ বক্সে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ইজিবাইক চালকদের রাস্তায় চলাচলের নিয়মকানুন, ট্রাফিক সিগন্যাল, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং সুশৃঙ্খলভাবে ড্রাইভিং বিষয়ে ধারণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আমিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম সারওয়ার খাঁন, ট্রাফিক ইন্সপেক্টর হাসান মল্লিক ও সার্জেন্ট নবাব আলী।
উল্লেখ্য, থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের যথাযথ প্রশিক্ষণ এবং ট্রাফিক সিগন্যাল সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট এবং প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি ও মানুষ মারাত্মকভাবে আহত হয়ে আজীবনের জন্য পঙ্গুত্ববরণ করছে।
শহীদ