ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আমতলীতে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা

প্রকাশিত: ২০:১৫, ১৫ এপ্রিল ২০২৫

আমতলীতে মাছের পোনা অবমুক্ত

ছবি: জনকণ্ঠ

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলাদত প্রাঙ্গণের পুুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বরগুনা চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল আলম এ মাছের পোনা অবমুক্ত করেছেন। 

পরে তিনি আমতলী আইনজীবি সমিতি মিলনায়তনে আইজীবিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মহসীন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চীপ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ সাইফুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইফতি হাসান ইমরান। অ্যাডভোকেট ইসহাক বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম শানু, হরিহর চন্দ্র দাশ, আলহাজ্ব নুরুল ইসলাম, আওলাদ হোসেন আকন্দ, মিজানুর রহমান ও কোর্ট পরিদর্শক মোঃ বশির আলম প্রমুখ।

প্র্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদালত মানুষের সর্বোচ্চ ভরসার জায়গা। এখানে মানুষ ন্যায় বিচার পাবে। সকল ভুলের উর্দ্ধে উঠে আইনের মাধ্যমে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। তিনি আরো বলেন, আপনারা খেয়াল রাখবের মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়।  

শহীদ

×