ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বর্ষবরণে বিএনপির প্রীতি কাবাডি প্রতিযোগিতা  

মো:সাইফুল ইসলাম, আখাউড়া 

প্রকাশিত: ২০:০১, ১৫ এপ্রিল ২০২৫

বর্ষবরণে বিএনপির প্রীতি কাবাডি প্রতিযোগিতা  

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলা নববর্ষ উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় নববর্ষের দ্বিতীয় দিনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকেলে পৌর শহরের উপজেলা পরিষদ মাঠে এ প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়, খেলায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং পৌরসভা যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দুটি দলে বিভক্ত হয়ে কাবাডি খেলায় অংশগ্রহণ করে। খেলায় উপজেলা যুব দল,শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, চ্যাম্পিয়ন হয়। 

কাবাডি খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপি'র সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি বাহার মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন,পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূঁইয়া,পৌরসভা যুবদলের সভাপতি জাবেদ খান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামীলীগ মুক্ত বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। এখন মানুষ মন খুলে কথা বলতে পারছে।আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ কাবাডি প্রীতি ম্যাচের আয়োজন করেছি। 
 

শহীদ

×