ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ধারের টাকা নিয়ে বিরোধে বৃদ্ধের জিহ্বা কর্তন, দুই দিন পর মৃত্যু

আবিদুর রহমান নিপু, ফরিদপুর।

প্রকাশিত: ১৯:৫২, ১৫ এপ্রিল ২০২৫

ধারের টাকা নিয়ে বিরোধে বৃদ্ধের জিহ্বা কর্তন, দুই দিন পর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ধারের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোঃ আব্দুল হালিম মোল্লা (৬১) নামে এক বৃদ্ধের জিহ্বা কেটে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। ঘটনার দুই দিন পরে তিনি মারা গেছেন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মাহবুবের বাগান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আব্দুল হালিম মোল্লা উপজেলার পাড়াগ্রাম বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ধারের টাকা আদায়ের কথা বলে শনিবার বিকেলে উপজেলা হেলেঞ্চা গ্রামের মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। পরে ওই রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা তাকে ধরে জিহ্বা কেটে মাহবুবের বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, এটি একটি নির্মম ঘটনা। বৃদ্ধের জিহ্বা কেটে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই পর তিনি মঙ্গলবার সকালের দিকে মারা যান। যতটুকু জানতে পেরেছি ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ হোসেন জানান, হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অর্থ লেনদেনের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রিফাত

×