
মাদারীপুরের ডাসারে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কোমল পানি ও স্যালাইন বিতরণ করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা। তবে পরীক্ষা দেখতে আসা অভিভাবকদের নিরাপত্তায় বসার জন্য একটি ফ্রী ক্যাম্প চালু করেন তারা।
আজ মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা ছাত্রদলে আহবায়ক এস এম আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক মুন্সি বনি আমিন, ছাত্রদল নেতা সোহেল হাওলাদার, সদস্য শাহীন সরদার,কাজী বাকাই ইউনিয়ন ছাত্রদলের নেতা সৌরভ, কলেজ ছাত্রদল নেতা মাহফুজ মাতুব্বর ও বালিগ্রাম ইউনিয়ন ছাত্রদল নেতা কর্মী। এদিকে ব্যতিক্রম এ আয়োজন করায় ছাত্রদলের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
রাজু