ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় হত্যা চেষ্টা মামলায় এক যুবকের জেল ও জরিমানা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা।

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩৬, ১৫ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় হত্যা চেষ্টা মামলায় এক যুবকের জেল ও জরিমানা

চুয়াডাঙ্গায় হত্যা চেষ্টা ও গুরুতর জখম মামলায় শাহ আলম (২৭) নামে এক যুবকের ১১ বছর সশ্রম কারাদণ্ড এবং ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার মৃত রহিমের ছেলে।


মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শাহ আলমের আলুকদিয়া চকপাড়াস্থ বাড়ির সামনে সাইকেল মেরামতের একটি দোকান আছে। ২০২২ সালে ২১ ডিসেম্বর সকাল ১০টায় ওই এলাকার লালনের ছেলে আমির হোসেন তার দোকানের সামনে রাখা সাইকেল একটু সরিয়ে নিতে বলে। এ নিয়ে দণ্ডপ্রাপ্ত শাহ আলমসহ অভিযুক্ত আসামিদের সাথে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ওইদিন রাত ৮টার দিকে একই এলাকার হায়দার আলীর ছেলে মাফিজুর রহমান (১৭) ও লালন শেখের ছেলে আমির হোসেন স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে।

এ সময় দণ্ডপ্রাপ্ত শাহ আলম তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে  মাফিজুর রহমানের পেটে আঘাত করলে তার ভুড়ি বেরিয়ে যায়। ওই সময় তার সাথে থাকা বন্ধু আমির হোসেন তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে শাহ আলম তাকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। ঘটনার পরদিন মাফিজুর রহমানের পিতা হায়দার আলী ও আমির হোসেনের পিতা লালন শেখ চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত শাহ আলম, তার মা রেনু ও ভাই জুয়েলকে আসামি করা হয়।


মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে দণ্ডপ্রাপ্ত শাহ আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে শাহ আলম দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন।

রিফাত

×