ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে জুট ফাইবার্স লিমিটেড এ অগ্নিকাণ্ড

আবিদুর রহমান নিপু, ফরিদপুর।

প্রকাশিত: ১৯:২৮, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৮, ১৫ এপ্রিল ২০২৫

ফরিদপুরে জুট ফাইবার্স লিমিটেড এ অগ্নিকাণ্ড

ফরিদপুরে একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে ‘ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেডে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।‌ জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ওই জুট মিলের ভেতরে হঠাৎ করেই আগুন দেখতে পান শ্রমিকরা। মিলের ভিতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

রিফাত

×