ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

২০০ গাছ এক রাতে সাবাড়, কৃষকের ৬ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস 

প্রকাশিত: ১৮:৩৪, ১৫ এপ্রিল ২০২৫

২০০ গাছ এক রাতে সাবাড়, কৃষকের ৬ লাখ টাকার ক্ষতি

ছবি: জনকণ্ঠ

যশোরের চৌগাছায় রাতের আঁধারে মফিজুর রহমান খান নামের এক কৃষকের দুই বিঘা জমির মাল্টা গাছ কেটে সাবাড় করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে কৃষকের আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর মাঠে চৌগাছা-পুড়াপাড়া সড়কের পাশে অবস্থিত মফিজুর রহমানের মাল্টা বাগানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গাছগুলো কেটে রেখে যায় দুর্বৃত্তরা। একই সঙ্গে কিছু পেয়ারা গাছও কেটে ফেলা হয়েছে।

দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, সারি সারি কাটা মাল্টা গাছ রোদের মধ্যে শুকিয়ে যাচ্ছে। একজন শ্রমিক আগাছা পরিষ্কারের কাজ করছেন। পেয়ারা ধরতে শুরু করা গাছগুলোও কেটে ফেলা হয়েছে।

মফিজুর রহমান বলেন, “প্রতিটি মাল্টা চারা ২০০ টাকা দরে কিনে দুই বছর আগে আমি নিজের জমিতে ২০০টি চারা রোপণ করি। গাছগুলোর পরিচর্যায় সার, পানি, শ্রমিক খরচ মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে। চলতি মৌসুমে না হলেও পরের মৌসুমে ফল আসতো। কিন্তু ফল আসার আগেই সব গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।”

তিনি আরও বলেন, “আমার ধারনা, হিংসার বশবর্তী হয়ে কেউ এই কাজ করেছে। গ্রামে একজন আওয়ামী লীগপন্থী প্রাথমিক শিক্ষক আছেন, তার সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। কয়েকদিন আগে তিনি প্রকাশ্যে হুমকিও দেন। তার মাল্টা বাগান আমার জমির উল্টো পাশে।”

মফিজুর আরও জানান, তিনি থানায় অভিযোগ করেছেন এবং দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কৃষি কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন বলেন, “দুই বছর ধরে পরিচর্যার পর যখন গাছ ফল দেওয়ার উপযোগী হয়েছে, তখন এই ধ্বংসযজ্ঞ সত্যিই দুঃখজনক। এটি খুবই গর্হিত কাজ।”

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
 

শহীদ

×