
ছবি: জনকণ্ঠ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আওয়ামী লীগ নেতা ওমর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে চরবাগডাঙ্গার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ওমর আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
জানা যায়, ওমর আলী চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে ককটেল নিক্ষেপ এবং ছাত্র-জনতার আন্দোলন দমন করতে অর্থ সহায়তার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ওমর আলীর বিরুদ্ধে বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
শহীদ