
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে অটোরিকশা চাপায় ঊর্মী শিখা (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে।এ সময় অটোরিকশার অপর দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের চর শোলাকিয়া বনানী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ঊর্মী শিখা কিশোরগঞ্জ পৌরসভাধীন চর শোলাকিয়ার মাছ ব্যবসায়ী মহরম আলীর মেয়ে ও স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নিহত ঊর্মী শিখা বনানী মোড়ে এক বাসায় দর্জির কাজ শিখতে আসে। প্রতিদিনের মতো আজও সে সকালে বাসা থেকে পায়ে হেঁটে আসছিল। পথিমধ্যে দুর্ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী একটি অটোরিকশা ঊর্মী শিখাকে চাপা দেয়। এতে শিখাসহ অন্যরা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে তিনি জানান।
ফারুক