
ছবি: দৈনিক জনকণ্ঠ
ফরিদপুরের বোয়ালমারীতে পহেলা বৈশাখে ঘুরতে না নেওয়ায় স্বামীর সাথে অভিমান করে রীনা বেগম (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার স্বামী মো. কোরবানকে (২৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালে ওই গৃহবধূর মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার সোতাসী গ্রামে এ ঘটনা ঘটে। কুরবান ও তার স্ত্রীর বাড়ি নীলফামারী জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোরবান তার স্ত্রীকে নিয়ে বোয়ালমারীর সোতাসী গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে সোতাসিতে অবস্থিত বিকাশ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে রীনা তার স্বামীর সাথে ঘুরতে যাবার জন্য বায়না ধরেন, তার স্বামী তাকে না নিয়ে সন্ধ্যার দিকে একা বেরিয়ে যান। পরে সন্ধ্যার দিকে তার স্বামী বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন।খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং তার স্বামীকে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফারুক/এন কে বি নয়ন