ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী আটক মিলনকে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৪:২৯, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৩১, ১৫ এপ্রিল ২০২৫

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী আটক মিলনকে আদালতে প্রেরণ

ছবি: জনকণ্ঠ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে আটক মিলন খানকে (৫০) আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।


তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে স্থানীয় তৌহিদী জনতা উপজেলার বাসুদেবপাড়া গ্রামের মৃত লাল মিয়া খানের ছেলে রাজমিস্ত্রীর ঠিকাদার মিলন খানকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। 

আটকের পর সোমবার দিবাগত রাত দশটার দিকে থানা কম্পাউন্ডে বসে পুলিশের দেওয়া হ্যান্ড মাইকে আটক মিলন খান নিজের ভুল স্বীকার করে উপস্থিত তৌহিদী জনতার উদ্দেশ্যে বলেন, ফিলিস্তিনের গণহত্যার একটি ভিডিও দেখে সে নিজেকে সামাল দিতে না পেরে বিশ্বনবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। যা তার ভুল ছিলো। এজন্য নিজের ভুল স্বীকার করে মিলন উপস্থিত তৌহিদী জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করেন।

ওসি বলেন, আটক মিলন উপস্থিত তৌহিদী জনতার কাছে ক্ষমা চাওয়ায় কেউ তার বিরুদ্ধে মামলা করেননি। ফলে পুলিশের একটি ধারায় আটক মিলন খানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। 

শিহাব

×