ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মো সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশিত: ১৪:১৪, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:১৫, ১৫ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ৪৪,৬১,০০০ (চুয়াল্লিশ লাখ একষট্টি হাজার) টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জব্দ করে।। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নত মোবাইল ফোনের ডিসপ্লে-৩৬০ পিস, আইবল ক্যান্ডি- ৪১,৫২৫ পিস এবং ফুচকা-২,৫০০ কেজি। যার সিজার মূল্য ৪৪,৬১,০০০ (চুয়াল্লিশ লাখ একষট্টি হাজার) টাকা। 

জব্দের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালান জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মায়মুনা

×