
চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত শিক্ষক তাঁদের দায়িত্ব অবহেলার দায়ে জামালপুর ইসলামপুরে ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৫ এপ্রিল, মঙ্গলবার ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ওই ৩ শিক্ষককে দায়িত্ব অবহেলার দায়ে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
অব্যাহতি প্রাপ্ত ওই শিক্ষকগণ হলেন-কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।
জানা যায়, এ উপজেলায় মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন, ভোকেশনালে ৫৪৮ জনসহ মোট ৪ হাজার ২২৭ জন পরীক্ষার্থী এ বছর ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন।
আফরোজা