
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের জন্য বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খোলার সুযোগ সম্প্রসারিত করেছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে প্রবাসীরা শুধুমাত্র ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েনে নয়, বরং যেকোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, সৌদি রিয়াল, সিঙ্গাপুর ডলারসহ সব ধরনের বৈদেশিক মুদ্রায় প্রবাসীদের জন্য হিসাব খোলার পথ সুগম হলো।
নতুন এই নীতিমালায় প্রবাসীরা দুই ধরনের হিসাব খুলতে পারবেন - প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) হিসাব এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাব। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, এসব হিসাবের সুদের হার এখন থেকে বাজারভিত্তিক হবে। অর্থাৎ ব্যাংকগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী এসব হিসাবের সুদ হার নির্ধারণ করতে পারবে, যা আগে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হতো।
এই সিদ্ধান্তের পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ কিছু সুবিধারও ঘোষণা দেওয়া হয়েছে। বান্ডেল সুবিধা ব্যবহার করে প্রবাসীরা এখন প্রতিটি লেনদেনে কম খরচে টাকা পাঠাতে পারবেন। এছাড়া বিকাশ, সেন্ড মানির মতো ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশেষ অফার পাওয়া যাবে। এই সুবিধাগুলো মূলত প্রবাসী শ্রমিক, পেশাজীবী, শিক্ষার্থী এবং বিদেশে বসবাসরত দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে।
সূত্র:https://youtu.be/8GbtTkBw_os?si=8S8RsOZIYRYe4u5n
আঁখি