ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

টঙ্গী বিআরটি সড়কের ভুল ডিজাইনে গাড়ির ধাক্কায় যুবক নিহত

নূরুল ইসলাম, টঙ্গী

প্রকাশিত: ১৩:০০, ১৫ এপ্রিল ২০২৫

টঙ্গী বিআরটি সড়কের ভুল ডিজাইনে গাড়ির ধাক্কায় যুবক নিহত

প্রতীকী ছবি

বিআরটি সড়কের ভুল ডিজাইনের রাস্তা পারাপার হতে গিয়ে মঙ্গলবার  টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিন্টু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মিন্টু কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। উল্লেখ করা যেতে পারে, এয়ারপোর্ট থেকে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত সাড়ে ২২ কিলোমিটার বিআরটির সড়কটি এমনভাবে তৈরি করা হয়েছে পথচারীদের রাস্তা পারাপার হতে গিয়ে কোন দিক দিয়ে কখন গাড়ি চলে আসে এমন শংকায় থাকতে হয়।


গাড়ি চালক এবং পথচারীদের কারো দোষ না থাকলেও বিআরটি সড়কের ভুল ডিজাইনে ঘটছে অসংখ্য প্রাণহানী। বিআরটির এই সড়কে প্রতিদিনই গাড়ি চাপায় দুএকজন করে মারা যাচ্ছেন। এলাকাবাসীর দাবি বিআরটির এই পুরো সড়কটিকে উড়াল সড়কে পরিণত করে এক্সপ্রেসওয়ে সড়ক নির্মাণ করার। এতে অনাকাঙ্ক্ষিত জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা এবং প্রাণহানী শূন্যের কোঠায় নেমে আসবে এবং বিআরটি সড়কের এই এক্সপ্রেসওয়েতে গাড়ি ঘোড়া যাতায়াতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হবে।

মুমু

×