
সুর, কবিতা আর বাঁশির সুরে বর্ণিল আয়োজনে মীরসরাইয়ের সোনাপাহাড়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। প্রাকৃতিক শোভায় ঘেরা প্রকল্প সোনাপাহাড়ের আয়োজনে নববর্ষের সকালটি পরিণত হয় এক সাংস্কৃতিক উৎসবে।
দিনের সূচনা হয় মস্তান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে সমবেত সংগীত ‘এসো হে বৈশাখ’-এর মধ্য দিয়ে। তারপরই দোতরার সুরে জনপ্রিয় লোকগান পরিবেশন করেন পায়েল ও পরাগ ভাতৃদ্বয়।
অনুষ্ঠানে বাউল গানের মাধুর্য ছড়িয়ে দেন হানিফ বাউল ও তার দল। বাঁশির মধুর সুরে বৈশাখের আমেজে নতুন মাত্রা যোগ করেন আলমগীর কবীর। পাশাপাশি সংগীত পরিবেশন করেন ইকবাল হায়দার ও তপন চন্দ্র বর্মণ।
কবিতার শব্দছন্দে বাংলা নববর্ষকে স্বাগত জানান দেশের স্বনামধন্য কবিরা। স্বরচিত কবিতায় বৈশাখের বার্তা ছড়িয়ে দেন বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, জিললুর রহমান, আকতার হোসেন, রিমঝিম আহমেদ, আহমেদ মুনির, সাবিনা লীনা, আখতারী ইসলাম, খালেদ হামিদী, শারদ মাজহার এবং কামরুল হাসান বাদল।
আয়োজকদের পক্ষে অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান আমজাদ হোসেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন কবি পুলক পাল।
সোনাপাহাড়ে আয়োজিত এ বর্ষবরণ উৎসব শুধু নতুন বছরকে স্বাগতই জানায়নি, পাশাপাশি ছড়িয়ে দিয়েছে সাংস্কৃতিক সম্প্রীতির উজ্জ্বল বার্তা।
মুমু