
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জনশুমারি অনুযায়ী ঢাকার জনসংখ্যা ১ কোটি ২০ লাখ হলেও বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা প্রায় ২ কোটির কাছাকাছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মইনুল ইসলাম সতর্ক করেছেন, "বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকা বিশ্বের ষষ্ঠ জনবহুল নগরীতে পরিণত হবে।"
তেজগাঁও ফ্লাইওভারের নিচে বস্তিবাসী রিকশাচালকের কথায়, "১৫ বছর আগে ঢাকায় এসেছি, প্রতিদিন টাকা দিব দিব খেলা করেই চলতে হয়। আল্লাহ যা দেন তাই খাই।" তার মতো হাজারো মানুষ ফুটপাতের খুপরিঘরে বসবাস করছেন, যেখানে নেই সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট বা গোসলের ব্যবস্থা। এসব বস্তিতে শিশুরা বেড়ে উঠছে অমানবিক পরিবেশে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম ব্যাখ্যা করেন, "গ্রাম থেকে শহরমুখী হওয়ার আগে প্রধান কারণ ছিল দারিদ্র্য। কিন্তু এখন জলবায়ু পরিবর্তন একটি নতুন ও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে যুক্ত হয়েছে।" বেসরকারি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে গত বছর প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের বড় একটি অংশের গন্তব্য হয়েছে রাজধানী।
অধ্যাপক মইনুল ইসলাম আরও যোগ করেন, "ঢাকার আয়তন ও জনসংখ্যার ঘনত্ব এখন গ্রহণযোগ্য মাত্রার বাইরে। আমাদের সমন্বিত পরিকল্পনার মারাত্মক ঘাটতি রয়েছে।" বৈশ্বিক বসবাসযোগ্যতা সূচকে ঢাকা এখন সবচেয়ে অযোগ্য নগরীগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নির্লোমি সমাধান প্রসঙ্গে বলেন, "বিকেন্দ্রীকরণ শুধু খাতা-কলমে উপজেলা বা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন ঘোষণা করলেই হবে না। প্রকৃত সেবা প্রদানের প্রক্রিয়া তৈরি করতে হবে।" তিনি পরামর্শ দেন:
১. পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিকেন্দ্রীকরণ কৌশল অন্তর্ভুক্ত করতে হবে
২. স্থানীয় সরকার পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা রাখতে হবে
৩. মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানুষকে ঢাকা বিমুখ করতে হবে
বিশেষজ্ঞরা একমত যে, যতক্ষণ না গ্রামে বিকল্প কর্মসংস্থান ও জীবনমানের ব্যবস্থা করা যাচ্ছে, ততক্ষণ ঢাকামুখী এই জনস্রোত বন্ধ হবে না। অধ্যাপক নির্লোমি সতর্ক করে বলেন, "আমাদেরকে মানুষকে ঢাকার বাইরে অন্যান্য স্থানে পুনর্বাসনের জন্য আকৃষ্ট করতে হবে, নতুবা এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।"
সূত্র:https://youtu.be/uy9IoA8c9_E?si=mEwxrGniORQyCy33
আঁখি