
ছবি : সংগৃহীত
বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন খলচরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তিনি ফেসবুকে শোকবার্তা দিয়ে লিখেছেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী ছিলেন। আজ সকাল ৬টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।"
গুলশান আরা আহমেদ ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন। তবে তার স্বপ্ন ছিল বড় পর্দায় কাজ করা। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি প্রথম অভিনয় করেন প্রয়াত পরিচালক এনায়েত করিমের 'কদম আলী মাস্তান' চলচ্চিত্রে। এই সিনেমার মাধ্যমেই তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'চরিত্র', 'ডনগিরি', 'ভালোবাসা আজকাল', 'পোড়ামন' ইত্যাদি। প্রতিটি চরিত্রে তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের মা ছিলেন। তার ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।
গুলশান আরা আহমেদের মৃত্যুতে বাংলাদেশের শিল্পী সমাজ ও চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী, ভক্তরা এবং শিল্পী সমাজ তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন। শোবিজ অঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্রের অবদান বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আঁখি