
ছবি : সংগৃহীত
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজছে। এই প্রেক্ষাপটে ২৭ এপ্রিল সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো সরাসরি কার্গো ফ্লাইট যাবে স্পেনে। ফ্লাইটটিতে ৬০ টন গার্মেন্টস পণ্য পরিবহন করা হবে। বাংলাদেশ বিমান এই সেবা চালুতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফ্লাইটটি ইউরোপমুখী হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও সুরক্ষা নিয়মাবলী (এসইসি-৩) পুরোপুরি মেনে চলা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন এবং প্রশিক্ষিত জনবল নিয়োগ করা হয়েছে। সিলেট বিমানবন্দরের বর্তমান অবকাঠামো ও সরঞ্জাম দিয়ে এই সেবা শুরু করা সম্ভব হলেও ভবিষ্যতে আরও উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে।
সিলেট বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ওয়ারহাউজ সুবিধা ও অন্যান্য অবকাঠামো নিয়ে সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা আরও বড় আকারের ওয়ারহাউজ নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। বর্তমানে একটি ওয়ারহাউজ থাকলেও ভবিষ্যতে বর্ধিত চাহিদা মেটাতে প্রাইভেট সেক্টর থেকে আরও ওয়ারহাউজ নির্মাণের কাজ চলছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে এসব ওয়ারহাউজের কাজ শেষ হবে।
প্রাথমিকভাবে সিলেট থেকে একটি ফ্লাইটের শিডিউল করা হয়েছে। তবে বাংলাদেশ বিমান মনে করছে, নিয়মিত কার্গো ফ্লাইট না থাকলে বিমানবন্দরের গ্রাউন্ড সেবা নিয়মিত রাখা কঠিন হবে। তাই এই সেবাকে টেকসই করতে নিয়মিত ফ্লাইট চালুর উপর জোর দেওয়া হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় সিলেট বিমানবন্দরটি বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র:https://youtu.be/s_Xt85oSQSg?si=RDZN1MkRXbjNQAsv
আঁখি