ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

৩১ দফার আলোকে চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সেলিমুজ্জামান সেলিম

মোঃ আশরাফুজ্জামান, (কাশিয়ানী) গোপালগঞ্জ 

প্রকাশিত: ২৩:৩৮, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৩৯, ১৪ এপ্রিল ২০২৫

৩১ দফার আলোকে চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সেলিমুজ্জামান সেলিম

ছবিঃ সংগৃহীত

তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। কাশিয়ানী উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নববর্ষ উপলক্ষে আয়োজিত বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

তিনি বলেন, গোপালগঞ্জ জেলা ৬৪টি জেলার থেকে আলাদা নয়। ফেসবুক পোস্ট ও গুজবে কান দিয়ে সাধারণ মানুষের বিপদ ডেকে আনবেন না। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ও শেখ পরিবারের সদস্যদের নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। যেসব ফ্যাসিস্ট ও স্বৈরশাসক দেশ থেকে একবার পালিয়ে যায় তারা আর ২০-৩০ বছরে ফিরে আসে না।

তিনি আরও বলেন, একটি দলের নেত্রী তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। তিনি এদেশে ফিরে আসবেন, নির্বাচন করার জন্য নয়। তার কৃত কর্মের সাজা খাটতে। দীর্ঘ ১৮ বছর একটি দল বিনা ভোটের নির্বাচনে রাষ্ট্র পরিচালনা করেছেন। এদেশে আর বিনা ভোটের নির্বাচন হবে না। জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে। গত তিনটি নির্বাচনে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মশিউর রহমান মুক্তির সঞ্চালনায় এবং আহ্বায়ক মুন্সি আনোয়ার হোসেন মটুর সভাপতিত্বে উক্ত বাউল গানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সিনিয়র সহসভাপতি মুন্সী আজিজুল হক নান্নু। গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, কাশিয়ানী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু সহ কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান

×