ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নববর্ষেই ভয়াবহ ট্র্যাজেডি! পিকআপ চাপায় নিহত যুবক

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২৩:৩৬, ১৪ এপ্রিল ২০২৫

নববর্ষেই ভয়াবহ ট্র্যাজেডি! পিকআপ চাপায় নিহত যুবক

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পিকআপ ভ্যানের চাপায় আরিফুল ইসলাম বাবলু (২৭) নামে ফটিকছড়ির এক যুবক নিহত হয়েছেন।

সোমবার, বাংলা নববর্ষের দিন এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম বাবলু উপজেলার দাঁতমারা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানের চাপায় আরিফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ

×