ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শিবালয়ে এক মঞ্চে প্রশাসন ও বিএনপি, বৈশাখ ঘিরে চমক!

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ  

প্রকাশিত: ১৯:০০, ১৪ এপ্রিল ২০২৫

শিবালয়ে এক মঞ্চে প্রশাসন ও বিএনপি, বৈশাখ ঘিরে চমক!

ছবি: জনকণ্ঠ

সারা দেশের ন্যায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের শিবালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা ও লোকজ অনুষ্ঠান। বৈশাখের প্রথম প্রহরে আরিচা ঘাটে উপজেলা বিএনপি এবং উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন পৃথক আনন্দ শোভাযাত্রা বের করে।

বিএনপি আয়োজিত আনন্দ শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন, ওসি (তদন্ত) মজিবর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এছাড়া, বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসন টেওতা জমিদারবাড়ির আঙিনায় তিন দিন ব্যাপী বৈশাখী মেলা ও লোকজ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম দিন আজ বিকেলে লোকসংগীত, দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকজ গান, এবং তৃতীয় দিন বুধবার সন্ধ্যায় রয়েছে বিশিষ্ট নাট্যশিল্পী আলী মর্তুজা পলাশ ও তার দলের পরিবেশনায় ঐতিহাসিক নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’।

শহীদ

×