ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হারিয়ে যাওয়া পালকি ফিরল নববর্ষে

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৮:৪৪, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৪৬, ১৪ এপ্রিল ২০২৫

হারিয়ে যাওয়া পালকি ফিরল নববর্ষে

ছবি: জনকণ্ঠ

বছরের পর বছর ধরে নববর্ষের শোভাযাত্রা বাঙালির প্রাণের উৎসবে রূপ নিয়েছে। এই উৎসবে আগের দিনে গ্রামীণ ঐতিহ্যের সব উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে বাঙালির অনেক ঐতিহ্য ও সংস্কৃতি।

হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যগুলোর অন্যতম হলো “পালকি”—এক সময় গ্রামের বিয়ে থেকে শুরু করে নানা উৎসবে ব্যবহৃত হতো এই বাহনটি।

যান্ত্রিকতার ছোঁয়ায় বাঙালি সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই বাহন এবার নববর্ষের শোভাযাত্রায় ফিরিয়ে এনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

এবারের শোভাযাত্রায় সবার নজর কেড়েছে ফুল ও আলপনায় সজ্জিত এই পালকি। পালকির ভিতরে স্থান পায় একটি শিশু, যার পোশাকে ছিল গ্রামীণ নববর্ষের প্রতীকী রূপ। এছাড়াও কৃষকরা পাকা ধানের ছড়া হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ফলে পুরো শোভাযাত্রাটি বাঙালির ঐতিহ্যে প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেন, “যান্ত্রিকতার যুগে গ্রাম-বাংলার অনেক ঐতিহ্য হারিয়ে গেছে। আজকের প্রজন্মের অনেকেই জানে না পালকি কী। তারা কেবল বইয়ের পাতায় দেখে। তাই আমরা চেয়েছি হারিয়ে যাওয়া এই ঐতিহ্য চোখের সামনে তুলে ধরতে, যাতে তারা আমাদের বাঙালি সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারে।”

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল আটটায় জাতীয় সংগীত ও বৈশাখী গানের মধ্য দিয়ে নববর্ষের সূচনা করা হয়। এরপর ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিশু পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, ইউএনও’র সহধর্মিণী অ্যাডভোকেট ফাতিমা আক্তার, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শহীদ

×