ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে প্রকাশ্যে গুলি

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ১৮:০৬, ১৪ এপ্রিল ২০২৫

ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে প্রকাশ্যে গুলি

ছবি সংগৃহীত

নরসিংদীর ঘোড়াশালে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ উপজেলার বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে দশটার দিকে আহসান উল্লাহ নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার মাথায় গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”

আশিক

সম্পর্কিত বিষয়:

×