
ছবি: জনকণ্ঠ
সারাদেশের মতো নওগাঁ জেলাতেও পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব হিসেবে উদযাপিত হয়েছে। বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার হয়ে উঠে বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়। তারই ধারাবাহিকতায় নওগাঁয়ও ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয় বর্ষবরণ।
সোমবার (১৪ এপ্রিল) নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় এটিম মাঠ থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বইপট্টি, পুরাতন হাসপাতাল রোড হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের সামনে গিয়ে শেষ হয়। জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নেতৃত্বে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেয় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সর্বসাধারণ।
শোভাযাত্রায় অংশ নেয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসন, বেলুন, ফেস্টুন ও মাথাল, যা শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।
পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁর সকল স্কুল ও কলেজ প্রাঙ্গণে আঁকা হয়েছে আলপনা। চলেছে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। পাশাপাশি, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে "রং-তুলিতে বৈশাখ সাজে" নামক একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে বিনামূল্যে সবাই বৈশাখ-সম্পর্কিত চিত্র আঁকায় ও লিখায় অংশ নিতে পারে।
শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যাতে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
শহীদ