
ছবি: সংগৃহীত
জেলার কিশোরীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মা ও ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামীরা আত্বগোপন করেছে। আহত মা ও ছেলে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এরআগে উপজেলার নিতাই ইউনিয়নের বুড়িটারি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিতাই ইউনিয়নের বুড়িটারি গ্রামের মৃত একরামুক ইসলামের স্ত্রী আশেকা বেগম (৬০) ও তার ছেলে রাশেদুল হক (৪২)।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে আসামী দবির উদ্দিনের ছেলে আলেফ উদ্দিন নতুন বাড়ী নির্মাণ করছেন। নির্মানাধীন দেয়ালে পানি দেওয়ার সময় ভুক্তভোগী রাশেদুল ইসলামের গোয়াল ঘরে পানি ঢুকে তার একটি উন্নত জাতের ছাগলের বাচ্চা মারা যায়। রাসেদুল দেয়ালে পানি সতর্কভাবে দেওয়ার জন্য বললে আলেফ উদ্দিনসহ আসামীরা তাকে গালিগালাজ করতে থাকেন। পরে এক পর্যায়ে রাত ১১ টার দিকে ১০ থেকে ১২জন লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে রাসেদুলকে বেধড়ক মারপিট করে। মারপিটের সময়ে প্রাণ বাচাতে রাসেদুল বাড়ীতে পালিয়ে যায়।পরে আসামীরা বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে ঢুকে রাশেদুল ইসলাম ও তার মা এবং স্ত্রীকে মারপিট করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।পরে স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী মুক্তা বেগম বলেন, আসামিরা আমাদের অন্যায়ভাবে পিটিয়েছে। আমি ও আমার শাশুড়ীকে তারা সম্মানহানি করেছে। আমাদের কোন দোষ ছিলো না। আমরা এসবের বিচাই চাই।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আসিফ