
ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদে তিন নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনার প্রধান অভিযুক্ত সুমন দাস (৩৭)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে পৌর শহরের মসজিদপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন দাস মালিহাটি রেল কলোনির নারায়ণ দাসের ছেলে। তিনি বর্তমানে আখাউড়া পৌর শহরের মসজিদপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
জানা গেছে, গতকাল রবিবার রাত পৌনে নয়টার দিকে পৌর শহরের সড়ক বাজারের হাজী নূর মার্কেটের নিচ তলায় ওই ঘটনা ঘটে। সেখানে বাজারের ব্যবসায়ী সুমন দাসসহ কয়েকজন যুবক চুল কেটে দেওয়ার ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যাতে দেখা যায়, এক যুবক কাঁচি দিয়ে এক নারীর চুল কেটে দিচ্ছে এবং আরও দুই নারীকে আটকে রাখা হয়েছে। তবে ওই নারীদের পরিচয় এখনো জানা যায়নি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন আহমেদ বলেন, “অপরাধের সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “ঘটনাটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাই সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।”
শহীদ