
ছবি: সংগৃহীত
‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই শ্লোগানকে বুকে লালন করে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মাদারীপুরের ডাসারে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১ হাজার অসহায় নারী-পুরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরী করে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।
আজ সোমবার সকালে উপজেলার কাঁঠালতলা বাজার মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে মরহুম নুরজাহান বেগমের স্মরনে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারসহ বিভিন্ন হাসপাতালের ১০ জন চিকিৎসকের সমন্বয়ে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এসময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়।
এদিকে একই সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসুচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, উপজেলা যুবদল নেতা নুরু তালুকদার, জেলা যুবদল নেতা সালাউদ্দিন তালুকদার অশ্রু, যুবদল নেতা, মো. বায়জীদ সরদার, মো. রুবেল হোসেন, মো. ইমরান তালুকদার, স্বেচ্ছাসেবকদল নেতা মো. আলিম হাওলাদার ও ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন প্রমুখ।
মরহুম নুরজাহান বেগমের ছেলে, জেলা যুবদল নেতা সালাউদ্দিন তালুকদার অশ্রু বলেন, আমার এলাকার সাধারন জনগনের দিকে তাকিয়ে ও আমার মায়ের স্মরনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রায় ১ হাজার অসহায় মানুষের সেবা দিতে পেরে নিজের কাছে অনেক আনন্দ লাগছে।
মায়মুনা