ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে, ৯৯৯ এর সহায়তায় রক্ষা! 

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৩:৩৭, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:১৪, ১৪ এপ্রিল ২০২৫

ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে, ৯৯৯ এর সহায়তায় রক্ষা! 

ছবি : জনকণ্ঠ

দিন-দুপুরে প্রকাশ্যে সিএনজি গতিরোধ করে ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে। একপর্যায়ে ওই ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করা হয়। এসময় ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। 

 

 

শনিবার সুনামগঞ্জ- বিশ্বম্ভরপুর সড়কের চালবন্দ নামক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রমিকলীগ নেতা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিন। তিনি সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক। এর আগেও তাঁর বিরুদ্ধে জেলার সবচেয়ে বড় বালুমহাল যাদুকাটা নদীপথে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজি, নদীপাড় ও মন্দিরের জায়গা থেকে বালু উত্তোলনসহ নানা অভিযোগ পাওয়া গেছে।

 

 

এদিকে ভুক্তভোগী ব্যবসায়ী রাতেই বুরহান উদ্দিনসহ তাঁর আরও ৪ সহযোগীর বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ওসি।

অভিযোগকারী ব্যবসায়ী আতাবুর রহমান এ প্রতিবেদককে বলেন, জামালগঞ্জের দুর্লভপুরে আমার বালু ব্যবসায়ী আছে। সেখান থেকে ব্যবসার সাড়ে ৩ লাখ টাকা সঙ্গে নিয়ে সিএনজি যোগে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেই। সিএনজিতে আমরা দু'জন ছিলাম। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের চালবন্দ এলাকায় আমাদের বহনকারী সিএনজি পৌঁছালে সেখানে গাড়িটি গতিরোধ করে বুরহান ও তাঁর সহযোগীরা। একপর্যায়ে আমার সঙ্গে থাকা সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয় তাঁরা। এবং আমাকে তুলে নেওয়ার চেষ্টা করলে আমি কৌশলে ৯৯৯ এ কল করি। পরে বিশ্বম্ভরপুর থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

 

 

এবিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শ্রমিকলীগ নেতা বুরহান উদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বরটিতে কল করলে তা বন্ধ পাওয়া গেছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান জনকণ্ঠকে বলেন, ৯৯৯ কল পেয়ে আমাদের পুলিশ গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এটা সত্যি। টাকা ছিনতাই ও অপহরণের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আঁখি

×