ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চলন্ত বাসে তল্লাশিতে অবহেলা: দুই এএসআই ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৩:১৫, ১৪ এপ্রিল ২০২৫

চলন্ত বাসে তল্লাশিতে অবহেলা: দুই এএসআই ক্লোজড

ছবি : সংগৃহীত


সাভারে মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা রোধে তল্লাশিতে অবহেলার অভিযোগে দুই এএসআইকে ক্লোজড করা হয়েছে।

 


সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।
ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন সাভার মডেল থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল সাত্তার ও সারোয়ার হোসেন।

 


জানা গেছে, সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একাধিক বার চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরই জেরে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে তল্লাশির জন্য চেক পোস্ট বসানো হয়।

 

রবিবার দুপুরে সেই তল্লাশির দায়িত্বে ছিলেন আব্দুল সাত্তার ও সারোয়ার হোসেন। কিন্তু তারা বাসে তল্লাশি না করে সড়কের পাশে বসে ছিলেন। পরে তাদের দায়িত্ব অবহেলার অভিযোগে ক্লোজড করা হয়।

আঁখি

×